প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৪:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:১২ এ.এম
আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাব নতুন সদস্য ১০ নির্বাচিত।শূন্যপদে ০১জন্য কার্যকরী সদস্য নির্বাচিত।

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্য পদে নির্বাচিত হয়েছে ১০ জন।শূন্য পদে ৫ জনের মধ্যে ১ জন নির্বাচিত। আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে গতকাল শুক্রবার আনুমানিক বিকাল ৩ ঘটিকায় নতুন সদস্য পদে প্রার্থী ছিলো মোট ২৫ জন।কার্যকরী সদস্যদের পাশ করতে হলে একতৃতীয়াংশ ভোট (১০ টির মধ্যে ৭ টি) ভোট পেতে হবে। ১০ কার্যকরী সদস্য ভোটারদের মাধ্যমে ২৭ জন নতুন সদস্যদের মধ্যে ১০ জন নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছেন।আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ব্যালেটের মাধ্যমে নির্বাচিত হন দশজন।উনারা হলেন ১/ রনি পারভেজ ০৯ টি, ২/ আব্দুল মজিদ ১০ ভোট,৩/ রিয়াদ আহমেদ ০৮ টি৪/ সাইদূল ইসলাম বাহার ১০,৫/ কনৌজ কান্তি ব্যানার্জী ০৮ টি,৬/ আশিকুর রহমান ০৯ টি,৭/ কাউছার আহমেদ ০৯, ০৮/এনামুল হক মিলাদ, ০৯, ০৯/সেন্টু আহমেদ জীহান,০৭, ১০/ রুজেল আহমেদ ১০ টি, ভোট পেয়ে জয় লাভ করে। পরবর্তীতে শূন্য পদে ব্যালটেের মাধ্যমে ০৬ ভোট পেয়ে কুহিনূর রহমান সওদাগর কার্যকরী সদস্য পদে জয় লাভ করেন। নির্বাচন পরিচালনা করেন
আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার শরীফ উদ্দিন চৌধুরী ও খালেদূর রশিদ ঝলক। উক্ত নির্বাচনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার শরীফ উদ্দিন চৌধুরী।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন