প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৭:২৫ পি.এম
শিবগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের একটি আমবাগানে গতকাল সোমবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে একটি উঠান বৈঠক। বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং এবং মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় বিষয়সহ সহজভাবে সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তি নিয়ে ব্যাপক আলোচনা হয় এই অনুষ্ঠানে।উঠান বৈঠকের আয়োজন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য আপা প্রকল্প। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার আযহার আলী।তিনি বলেন, “আমাদের সমাজে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। নারীরা যেন সহজে সরকারি সেবা পান, সে বিষয়েও সবাইকে সচেতন হতে হবে। বক্তব্যে তিনি স্থানীয় জনগণকে এসব সামাজিক সমস্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং সরকারি সেবা গ্রহণে কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে সে সম্পর্কে দিকনির্দেশনা দেন। শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অনুষ্ঠানে স্থানীয় নারীরা ব্যাপক অংশগ্রহণ করেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামতও তুলে ধরেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন