প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৮:০৩ পি.এম
মাগুরা জেলার চাউলিয়া ইউনিয়নে সুমাইয়া খাতুন নামের এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ ওঠেছে।
কাশেম আহাম্মেদ মাগুরা জেলা প্রতিনিধি;
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় গোয়ালখালীতে এ ঘটনাটি ঘটে।এ ঘটনায় নিহতের পিতা মোঃ কবীর হোসেন (৫৫) বলেন, আনুমানিক ৫ মাস পূর্বে আমার কন্যা সুমাইয়া খাতুনের সহিত সম্রাট (২২) পিতা মোঃ অহিদুল ইসলাম সাং- পারনান্দুয়ালী (চরপাড়া), থানা মাগুরা এর সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়েছিল। কিন্তু আমার কন্যা সুমাইয়া খাতুন স্বামী সম্রাটের সাথে সংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বনি-বনা না হওয়ায় আনুমানিক ১২ দিন পূর্বে আমার বাড়িতে চলে আসে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় আমার কন্যা বাড়ির সদস্যদের অগচোরে আমাদের বসত বাড়ীর পূর্ব পাশের পোতাস্থের স্বয়ং কক্ষের দরজার সিটকিনি লাগাই দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করার পর স্বয়ং কক্ষের দরজা বন্ধ অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে অনেক চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। তারপরও দরজা না খোলাই ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে দেখি ঘরের আড়ার সাথে হলুদ-খয়রি রঙের ওড়না নিয়ে তার গলায় পেঁচিয়ে ঝুলছে। আমার পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন এগিয়ে আমার কন্যা সুমাইয়া খাতুনকে উদ্ধার করে এবং আমার কন্যার শারীরিক অবস্থা অবনতি হলে আমি সহ আমার পরিবারের লোকজন দ্রুত মোটরসাইকেল যোগে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। শারীরিক অবস্থার আরো বেশি অবনতি হলে ৮:৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।এই ঘটনায় নিহতের পিতা মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর অভিযোগ করে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন