প্রীতম সরকার কলমাকান্দা প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (১ মে) সারাদেশের ন্যায় নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫।শ্রমিকের অধিকার রক্ষায়, এক হও এক হও" — এই প্রতিপাদ্যে কলমাকান্দা মোটরযান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলমাকান্দা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করে শতাধিক শ্রমিক, কর্মচারী ও সংগঠনের নেতৃবৃন্দ।বর্ণিল ব্যানারে সজ্জিত র্যালিতে লেখা ছিল—“১লা মে: শ্রমিকের অধিকার রক্ষায়, এক হও এক হও”
“সফল হউক, সফল হউক”শ্রমিকদের মাথায় ছিল লাল ফিতা, হাতে ছিল ব্যানার। তারা দৃপ্ত কণ্ঠে স্লোগান দেন— “আমরা শ্রমিক, আমরাই শক্তি”, “শ্রমের মর্যাদা চাই” ইত্যাদি।র্যালির নেতৃত্ব দেন কলমাকান্দা মোটরযান কর্মচারী ইউনিয়নের শাখা নেতারা। তারা বলেন, “এই দিনটি শ্রমজীবী মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার ইতিহাস বহন করে। শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”র্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনাসভাও অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়