প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩, ২০২৫, ৯:২০ পি.এম
প্রবাসীর স্ত্রীকে হত্যার হুমকি, সংবাদ সম্মেলন রায়পুরে।

রিয়াদ হাওলাদার, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার অধীন চরআবাবিল গ্রামে জমি নিয়ে পুর্ব বিরোধের জেরে জমি দখল সহ বিভিন্ন হুমকি-ধামকির অভিযোগ এনে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় প্রবাসী স্ত্রী।শুক্রবার (২ মে) রাত ৮টায় রায়পুর শহরে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে দক্ষিন চরআবাবিল ইউপির পশ্চিম ঝাউডুগি গ্রামের প্রবাসী জুয়েল মিজির স্ত্রী সুমাইয়া আক্তার (২৪) এ সংবাদ সম্মেলন করেছেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার স্বামী দির্ঘ বছর সৌদি আরব থাকে। স্থায়ীভাবে স্বামীর বাড়িতে বসবাস করাসহ স্থাবর অস্থাবর সম্পতি দেখাশুনা করছি। আমার স্বামী মাঝে মধ্যে কম সময়ের ছুটিতে দেশে আসলেও চলে যান । আমার প্রতিবেশি তোফায়েল মিঝির (৪৫) পরিবারের সাথে জমি নিয়ে পুর্ব বিরোধ চলছে। শুক্রবার সকাল ১০টায় আমাদের কেনা ও এজমালি জমি দখল করতে আসে। এসময় সীমানা নির্ধারন পিলার উপড়ে ফেলে। তাদের অন্যায় কাজে বাধা দিলে আমাকেসহ আমার পরিবারের লোকজনদের প্রাণনাশসহ খুন জখমের হুমকি প্রদান করে। ঘটনায় গত ২ মে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের প্রেক্ষিতে হায়দরগন্জ ফাঁড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে পুলিশ চলে যাওয়ার পর কেন থানায় অভিযোগ করেছি জন্য আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ হত্যা করে লাশ গুমসহ বিভিন্ন ধরণের ভয়ভীতি হুমকি দেয়।এক সময় সুমাইয়া কান্না করে বলেন, কোনো ভাই না থাকায় প্রতিপক্ষকরা আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে চলাচল করাসহ শান্তিতে বসবাস করতে চাই। আমি সন্তানসহ নিরাপত্তহীনতায় রয়েছি।।এসময় তার স্বজন জাকির হোসেন ও দেলোয়ার মিঝিসহ ওই এলাকার রশিদ আলী মিজি বাড়ীর কয়েকজন উপস্থিত ছিলেন।প্রতিপক্ষদের একজন জহির মিঝি বলেন, প্রবাসী জুয়েল মিঝি আমাদের জমি দখল করে রেখেছেন। তারা আমাদের মধ্যে কোনো জমি পাবে না। আমরা ঝামেলা করছি অভিযোগ ঠিক না বরং তারাই আমাদের সঙ্গে ঝামেলা করছে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, সুমাইয়া আক্তার নামে এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হচ্ছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন