প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১২:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৫, ১১:৫৬ পি.এম
প্লাস্টিকের কৌটা থেকে ২১ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

খোরশেদ আলম,সাভার প্রতিনিধিঃ
সাভারে অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মুল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি রবিউল ইসলাম (২০) কে আটক করেছে পুলিশ।
রবিবার (৪ মে) দুপুরে সাভার মডেল থানা থেকে অন্যান্য আসামিদের সাথে তাকে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭ টি মাদক মামলা রয়েছে। এর আগে গত শনিবার দুপুরে সাভারের পোড়াবাড়ি ছোট অমরপুর এলাকা থেকে তাকে ৭ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার রবিউল ইসলাম সাভারের পোড়াবাড়ি ছোট অমরপুর এলাকার মৃত আমজাহার মন্ডলের ছেলে। এঘটনায় একই এলাকার রুস্তম আলী নামের অপর মাদক কারবারি পলাতক রয়েছেন।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সাভারের ছোট অমরপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী রুস্তমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুস্তম একটি প্লাস্টিকের কৌটা ফেলে কৌশলে পালিয়ে যায়। তবে, পুলিশের হাতে আটক হন রুস্তমের অন্যতম সহযোগী রবিউল ইসলাম। পরে পুলিশ আটক রবিউল ইসলামকে থানায় নিয়ে আসে এবং পালিয়ে যাওয়া রুস্তমের ফেলে যাওয়া প্লাস্টিকের কৌটা থেকে ১৮টি প্যাকেট ভর্তি ৭ হাজার ইয়াবা জব্দ করেন।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার আসাসিকে আদালকে পাঠানো হয়েছে। একই সাথে পলাতক রুস্তম আলীকেও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন