প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৮:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ১১:০৭ পি.এম
হাসপাতালের নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে ড্যাব ও এনডিএফ-এর সংবাদ সম্মেলন

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), চাঁপাইনবাবগঞ্জ শাখা।সোমবার (৫ মে) দুপুর ১২টায় হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে জানানো হয়, গত ৩০ এপ্রিল “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” ব্যানারে কিছু ব্যক্তি হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করে অশালীন ও আক্রমণাত্মক আচরণ করেন। তারা কোনো সরকারি অনুমতি বা প্রটোকল ছাড়াই চিকিৎসক-কর্মচারীদের বায়োমেট্রিক তথ্যের হার্ড ও সফট কপি দাবি করেন এবং বাধা পেয়ে কনসালটেন্ট ডা. মো: ইসমাইল হোসেনকে হুমকি দেন।ড্যাব ও এনডিএফ নেতৃবৃন্দ অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসক সমাজকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ভাষা ও চরিত্রহননের অপচেষ্টা চলছে। বক্তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম পারভেজ এবং ড্যাব সভাপতি ডা. মো: ময়েজ উদ্দীন, এনডিএফ সভাপতি এ. কে মহিউদ্দিন, ডাঃ ইসমাইল হোসেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন