নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের নিখোঁজ মুসা বিশ্বাস (৩২) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ধুমতি নদীতে মাছ ধরতে গেছিল মুসা বিশ্বাস ও নাদিম মোল্লা। মাছ ধরার জন্য নদীর পানিতে ডুব দেয় মুসা। কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও পানির উপরে উঠে আসেনি।
এরপর তার সহযোগী নাদিম মোল্লা বিষয়টি স্থানীয় লোকজনদের জানাই। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের জানালে ফায়ার সার্ভিসের একটি দল অনেক খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির দু'দিন পেরিয়ে গেলেও পাওয়া যায়নি মুসার লাশ। তবে আজ বিকালে ৩ দিন পর তার মৃতদেহ পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজও নদীর পাশে খোঁজাখুঁজি করছিলাম। হঠাৎ দেখি একটা মৃতদেহ ভেসে ওঠে। পরে বুঝতে পারি এটা মুসার মৃতদেহ । পরে মৃতদেহ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করি।
নিহত মুসা বিশ্বাস উপজেলার ঘাঘা মধ্যপাড়া গ্রামের নবীর বিশ্বাসের ছেলে।
লোহাগড়া উপজেলার কোটাখোল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,আজ বিকালে স্থানীয় লোকজন লাশ ভেসে উঠতে দেখে। পরে ট্রলার নিয়ে তার লাশ উদ্ধার করে। পরে খবর পেয়ে লাশটি নৌ-পুলিশ হেফাজতে নেয়।
এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বলেন, আজ বিকেল ৪ টার দিকে স্থানীয়রা নিখোঁজ মুসা বিশ্বাসের লাশ উদ্ধার করে। পরে লাশ নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।