সৈয়দ সময় ,নেত্রকোনা ;
দেশব্যাপী একযোগে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযানের অংশ হিসেবে নেত্রকোণাতেও অভিযান চালিয়েছে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) নেত্রকোণা বিআরটিএ কার্যালয়ে দুপুর থেকে বিকাল পয্যন্ত অভিযান পরিচালনা করে দুদক।গ্রাহকদের করা বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়েছে বলে জানায় দুদক। অভিযান পরিচালনাকারী দল ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন মোটরযান লাইসেন্সের নথিপত্র খতিয়ে দেখেন। এসময় তদন্তের স্বার্থে বেশ কিছু নথিপত্র তারা জব্দ করেন। পাশাপাশি বিআরটিএ কার্যালয়ের সামনে মহুয়া ও গাজী কম্পিউটার নামে দুটি দোকানকে প্রাথমিকভাবে সতর্ক বার্তা প্রদান করেন।নেত্রকোণা বিআরটি এর কর্মকর্তা রুহুল আমিন জানান, বিআরটিএতে কোনরকম অনিয়ম ও অব্যবস্থাপনা নেই। সুনির্দিষ্ট কোন অভিযোগও নেই বলে দাবি করেন তিনি। এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী দলের দুদকের সহকারী পরিচালক ভুলু মিয়া জানান, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে বিআরটিএ কার্যালয় নেত্রকোণায় অভিযান পরিচালিত হয়েছে। আমরা কিছু নথিপত্র জব্দ করেছি। এগুলো ক্ষতিয়ে দেখে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।