প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৫, ১১:২১ পি.এম
লক্ষ্মীপুরে অনাবৃষ্টিতে সয়াবিন উৎপাদনে দস, দাম কমে যাওয়ায় আরো বিপাকে কৃষক।

রিয়াদ হাওলাদার, রায়পুর, (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
এ বছর বৃষ্টি খুব কম হওয়াতে সয়াবিনের আশানুরূপ ফলন হয় নাই। তার মধ্যে গত বছরের তুলানয় এবছর দাম কমেছে মনে প্রায় ১২০০ টাকা।
সয়াল্যান্ড নামে ক্ষেত লক্ষ্মীপুর জেলা, এই জেলায় দেশের সয়াবিন মোট সয়াবিন উৎপাদনের ৮০ ভাগ উৎপাদিত হয়। বিশ্বে সয়াবিন উৎপাদনে লক্ষ্মীপুর ৫২ তম। প্রতি বছরের ন্যায় এই বছর ও লক্ষ্মীপুরের কৃষকেরা লাভের আশায় সয়াবিন উৎপাদন করে। কিন্তু অনাবৃষ্টির কারনে সঠিক উৎপাদন ব্যাহত হয়। সরজমিনে গিয়ে কথা হয় কৃষক মো. জাকির (৫০) এর সাথে। তিনি বলেন আমাদের উৎপাদন খরচের তুলনায় ফসল খুবই কম হয়েছে, মণ প্রতি ৬০০-৮০০ টাকা হারে লস হবে। এবছর তেমন কোন বৃষ্টি হয় নাই। হালকা বৃষ্টি সয়াবিন চাষে খুব ভালো হয়।
আবার যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে জমিতে পানি জমে সয়াবিন পঁচে যায় ও নষ্ট হয়। জাকির হোসেন উদমারা গ্রাম, ৯ নং দক্ষিণ আবাবিল ইউনিয়ন, রায়পুর এর স্থানীয় বাসিন্দা। ঔ খানকার আরো কয়েকজন কৃষক বলেন, যদিও আমাদের এখানে (লক্ষ্মীপুর জেলায়) প্রচুর সয়াবিন উৎপন্ন হয়, কিন্তু সয়াবিন প্রসেসিং ও প্রক্রিয়াজাতের কোন ফ্যাক্টরি বা কারখানা এই অঞ্চলে নেই। যদি থাকতো তাহলে আমরা সয়াবিনের ন্যায্য মূল্য পেতাম। সরকার কৃষকদের কথা চিন্তা করে বিভিন্ন এলাকা থেকে ধান ক্রয় করে, কিন্তু ধানের মত আমাদের সয়াবিন ক্রয় করে না। সরকারি ভাবে যদি সয়াবিন ক্রয় করা হত তাহলে কৃষক সঠিক দাম পেত। গত বছর সায়াবিনের মণ ছিল ২০০০-২৫০০ টাকা, যা এ বছর ১২০০-১৭০০ টাকা মণে মাঠ থেকে আড়ৎ পর্যায়ে বিক্রি হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন