ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের সিংপুর গ্রামের মোঃ রাহুল মিয়া (১৪) পিতা আমিরুল ইসলাম বুধবার সকাল ৯.৩০ মিনিটে আমগাছ থেকে পড়ে মৃত্যু বরন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে রাস্তার পাশে সকালে আমগাছ থেকে আম পাড়ার জন্য গাছে উঠে, হঠাৎ করে উপর থাকে পা পিচলে নিচে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে পরিবারের লোকজন ধর্মপাশা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত ডাক্তার মৃত্য ঘোষণা করে।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় কোন মামলা হয়নি।