আকিকুর রহমান রুমন: বানিয়াচং হবিগঞ্জ:
হবিগঞ্জের বানিয়াচং সদরে কুখ্যাত মাদক সম্রাট টিপুর বাড়িতে সেনাবাহিনীর অভিযানে ২৪০পিছ
ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে।জানাযায়,১১মে রবিবার সন্ধ্যার পূর্ব মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর পূর্ব ইউনিয়ন সাউথ পাড়া(তাম্বলীটুলা)মহল্লায় মৃত সিরাজ মিয়ার পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী টিপুর বাড়িতে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী।তাদের অভিযান পরিচালনাকালে ইয়াবা ব্যবসায়ী টিপু,মনির ও মাদক সেবনকারী নাসির নামের ৩জনকে মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো ইয়াবা ব্যবসায়ী মনির আহমেদ(৩৫) তাম্বলীটুলা মহল্লার মৃত ফজলু মিয়ার পুত্র।কুখ্যাত ইয়াবা সম্রাট টিপু(৪৫)তাম্বুলী টুলা(সাউথ পাড়া)মহল্লার মৃত সিরাজ মিয়ার পুত্র।এবং (ইয়াবা সেবনকারী)নাসির মিয়া(২২)তাম্বুলী টুলা মহল্লার নবী হুসেন মিয়ার পুত্র।এসময় তাদের কাছ থেকে ২৪০ × পিস ইয়াবা ৪০ × ফুয়েল পেপার ০৪ × স্মার্ট মোবাইল ০১ × বাটন মোবাইল ০৪ × ইয়াবা সেবনকারী গ্যাস লাইট ২ × গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি)গোলাম মুস্তফা রাত সাড়ে ১১টায় এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,আগামীকাল মাদকদ্রব্য আইনে তাদেরকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।