প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১০:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ৮:৪৭ পি.এম
মানিকগঞ্জে ইউপি সদস্যের নামে অপপ্রচার ও মারধরের অভিযোগ

আফ্রিদি আহাম্মেদ মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদের ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: কুদ্দুস এর নামে অপপ্রচার ও মারধরের অভিযোগ স্থানীয় খোয়াজ বেপারীর ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অভিযোগের ভিত্তিতে একটি মামলা রজু হয়েছে।
জানা যায়, ইউপি নির্বাচন নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগের খোয়াজ ব্যাপারি ও তার ছেলে আফসার, ইয়াসিন ও তার বাবা কবির সহ তাদের অনুসারীরা ১৭ই এপ্রিল কলাশী বাজারে ভারারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কুদ্দুস মেম্বার ও তার পরিবারের ওপর হামলা করে কুপিয়ে জখম করে । এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় অভিযোগের ভিত্তিতে একটি মামলা রজু হয় । রজু হওয়ার পরে আসামিরা আদালত থেকে জামিন নেয় এরপরে উক্ত ইউপি সদস্য ও তার পরিবারের লোকজনকে বিভিন্ন হুমকি ধামকি সহ ইউপি সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায় অভিযুক্তরা এবং মিথ্যা মানববন্ধনও করে ।কুদ্দুস মেম্বারের সহধর্মিণী জানান, আমি একজন মহিলা মানুষ, আমার উপরেও তারা হামলা করেছে,আমার জামা কাপড় ছিড়ে ফেলেছে। এতে আমার শ্লীলতাহানি হয়েছে, আমি এর বিচার চাই।রোকেয়া , জমেদা ও আবু তালেব সব একাধিক প্রত্যক্ষদর্শী এলাকাবাসী জানান, কুদ্দুস মেম্বার অনেক ভালো মানুষ। সে কোনো রকম অপকর্মের সাথে জড়িত না এবং তার নামে ১৭/১৮ টি যে মামলার কথা বলা হয়েছে সেটি মিথ্যা ।মেম্বার হওয়ার পর ও পেটের দায়ে তিনি অটো রিক্সা চালিয়ে জিবিকা নির্বাহ করেন। তিনি কোনো নেশার সাথে সংযুক্ত না ।
এ বিষয়ে ভাড়ারিয়া ইউপি সদস্য মোঃ কুদ্দুস বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগের খোয়াজ বেপারি। পুর্ব শত্রুতার জেরে আমাকে ও আমার স্ত্রী এবং ভাই কে কুপিয়ে জখম করে তারা।এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে এবং তার বিপরীতে কাউন্টার মামলাও হয়েছে । দুই পক্ষের অভিযোগের ভিত্তিতেই দুইটি মামলা হয়েছে । এই মামলার চার্জশিট হয়েছে কিনা দেখে জানাতে হবে ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন