প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৬, ২০২৫, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৫, ১০:৩৮ পি.এম
মোহনগঞ্জে অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

হাফিজ আল মাহমুদ মোহনগঞ্জ নেত্রকোনা:
নেত্রকোনার মোহনগঞ্জের( আদর্শ নগর) শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার আদর্শনগর এলাকায় প্রতিষ্ঠিত ওই মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীরা অধ্যক্ষের আমিনুল ইসলামের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সাথে অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থী হয়রানিসহ বিভিন্ন অনিয়মের তুলে তাঁকে পদত্যাগের দাবি জানায়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে অধ্যক্ষের বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। এসময় তাঁর অপসারণের দাবিতে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। এ বিষয়ে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করুক। কিন্তু তারা আমার অফিস কক্ষের তালায় আঁটা দিয়েছে। অফিসের সামনে থেকে আমার নেমপ্লেট তুলে নিয়ে গেছে। আরআমার বিরুদ্ধে যেসব অভিযোগ দেওয়া হয়েছে তার সবই মিথ্যা। অভিযোগের তদন্ত হোক, দোষী প্রমাণিত হলে আমার শাস্তি হোক। আর অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। তিনি আরও বলেন, কলেজের কয়েকজন শিক্ষক আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেছেন। তারা সেসব কাজে ধরা পড়ে কমিটির শাস্তির মুখে আছেন। তাই নিজেদের বাঁচাতে কিছু শিক্ষার্থীকে উস্কে দিয়ে এসব কর্মকাণ্ড করাচ্ছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন