প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৩, ৬:১৬ এ.এম
আশুলিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী আদিল ও তার এক সহযোগীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে রবিবার রাতে আশুলিয়ার গকুলনগর সেনওয়ালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, আশুলিয়ার কুড়গাও নতুন পাড়া এলাকার দিল মোহাম্মদের ছেলে নাইম আহম্মেদ আদিল(৩৪) ও সেনওয়ালীয়া গ্রামের আবু সাইদের ছেলে সবুজ (৩৮)। তাদের কাছ থেকে ২২০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর ডিবির উপ-পরিদর্শক(এসআই) মোঃ সহিদুল ইসলাম বলেন, ইয়াবাসহ আদিল ও তার সহযোগীকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আদিল একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এমনকি সে একাধিকবার গ্রেপ্তারও হয়েছে।
এছাড়া আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২৪ বোতল ফেন্সিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ৪ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার রাকিব মাহমুদ খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন