প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৫, ১১:৫২ পি.এম
জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলছড়ি উপজেলা শাখার কার্যক্রম স্থগিত

মেহেদী হাসান বাবু(ব্যুরো প্রধান)গাইবান্ধা:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যক্রম দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে স্থগিত করা হয়েছে। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস.এম হুনান হক্কানী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নে ২০২৪ সালের ৮ নভেম্বর একটি কমিটি অনুমোদিত হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই, ২০২৫ সালের ২৯ মার্চ, কোনো অভিযোগ ছাড়াই আরেকটি কমিটি অনুমোদন করা হয়, যা স্বেচ্ছাচারিতা ও গঠনতন্ত্রবিরোধী। নতুন কমিটির সভাপতি মো. আব্দুল হাকিমের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তিনি ফুলছড়ি উপজেলা বিএনপির অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত ৮ নম্বর আসামি এবং বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া, তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। চিঠিতে আরও বলা হয়, অন্যান্য ইউনিয়নেও ফ্যাসিস্টদের কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ফুলছড়ি উপজেলা শ্রমিক দলের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং কেন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হবে না, সে বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে ফুলছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য পাওয়া যায়নি। দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন