
রিয়াদ হাওলাদার ,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :লক্ষ্মীপুর রায়পুর উপজেলায় ৮ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে।সোমবার (২৬ মে) ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এর আগে রবিবার (২৫ মে) দুপুরে উপজেলার দক্ষিণ চরআবাবিল মিতালী বাজার এলাকায় পূর্ব গাইয়ারচরে এ ঘটনা ঘটে। নাছির একই এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু প্রাইভেট পড়তে যাওয়ার সময় নাছির বিভিন্ন প্রলোভন দেখায়। একপর্যায়ে একটি পানের বরজের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে ধর্ষণে ব্যর্থ হয়ে পালিয়ে যায় বখাটে নাছির। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। এ ঘটনায় নাসিরের বিচারের দাবি জানায় বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত নাসির ও তার পরিবারের লোকজন পলাতক।
এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।