প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৯:৫৫ পি.এম
ধর্মপাশায় ডেবিল হান্টের অভিযানে জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় গ্রেপ্তার

ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের সাবেক এ জি এস,বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক আহব্বায়ক সঞ্জয় রায় চৌধুরীকে ডেবিল হান্ট অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাত পনে আটটার সময় দুধবহর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ধর্মপাশা থানা পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল জয়শ্রী ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজ নিয়ে উপজেলা পরিষদে আসেন চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী । পিআইও অফিস ও ইউওনো অফিসে কাজ সেরে বাড়িতে যাওয়ার সময় তাকে পুলিশ ধাওয়া করে দুধবহর গ্রামের সামনে তাকে গ্রেপ্তার করে। সঞ্জয় রায় চৌধুরীর বাড়ি জয়শ্রী ইউনিয়নে বাখরপুর গ্রামে।ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অপারেশন ডেবিল হান্টের মাধ্যমে চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরীকে গতরাতে দুধবহর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধর্মপাশা থানার নাশকতা মামলায় তাকে আজ বুধবার আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন