প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৫:৪২ পি.এম
মধ্যনগরে টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা, প্রশাসনের জরুরি নির্দেশনা।

কাইয়ুম বাদশাহ মধ্যনগর (সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় টানা কয়েক দিনের মাঝারি বৃষ্টিপাত ও দমকা হাওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়েছে এবং ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কায় এলাকাজুড়ে বন্যার সম্ভাবনা দেখা দিয়েছে।এই পরিস্থিতিতে মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। কোথাও যদি প্লাবনের ঘটনা ঘটে বা সম্ভাবনা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসনের হেল্প সেন্টারে জানাতে অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে চালু করা হয়েছে জরুরি সহায়তার জন্য কয়েকটি হেল্পলাইন নম্বর।জরুরি হেল্পলাইন নম্বর:জনাব শামসুদ্দোহা: ০১৭১৮-০৪৪৪৪৯ .জনাব মোঃ নানু মিয়া: ০১৭১৮-৬৩০৯৮১ জনাব আবুল হাসান: ০১৭১৭-৯১৭৫৪৫এছাড়াও, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করা যাবে। সরকারি জরুরি সেবা নম্বর ৩৩৩-এ ফোন করেও সহায়তা চাওয়া যাবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন,আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত। ইতোমধ্যেই জরুরি হেল্পলাইন চালু করা হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও পানি বৃদ্ধির লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাতে হবে, যাতে দ্রুত সহায়তা পৌঁছানো সম্ভব হয়।তিনি আরও বলেন সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার অনুরোধ জানাচ্ছি। প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন এবং বিপদের সময় পাশের মানুষকে সহযোগিতা করুন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন