প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২৫, ৯:৩০ পি.এম
জিএম কাদেরের রংপুরের বাসায় সন্ত্রাসী হামলা অগ্নি সংযোগ ও হত্যার চেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন

মেহেদী হাসান বাবু(ব্যুরো প্রধান)গাইবান্ধা:
জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার শাহীনের নেতৃত্বে শনিবার বিকেলে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় গা।জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসায় সন্ত্রাসী হামলা অগ্নি সংযোগ ও হত্যার চেষ্টার প্রতিবাদে জেলা জাতীয় পার্টির উদ্যোগে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার শাহিনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি হাসান কবীর তোতা, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম লেবু, আব্দুল মান্নান মন্ডল,রাজ্জাক মন্ডল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কেন্দ্রীয় তরুণ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মন্ডল খোকা, বাবুল সর্দার ও আসাদুজ্জামান সরকার শাহীন। বক্তারা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জলবন্ধু জিএম কাদের একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ তার রংপুরে বাসায় পরিকল্পিত হামলা, এটি ষড়যন্ত্র একটি অংশ। উত্তরাঞ্চলে তথা রাজশাহী-রংপুর বিভাগে জাতীয় পার্টির জনপ্রিয়তা থাকায় জাতীয় পার্টি কে কোনঠাসা
করতে এবং নেতাকর্মীদের মাঝে আতংক সৃষ্টি করতেই এমন নেক্কারজনক হামলা চালিয়েছেন ছাত্ররা, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জানিয়েছেন সেই সাথে হামলা অগ্নি সংযোগ হত্যা চেষ্টায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে অন্তবর্তী সরকারের প্রশাসন কাছে জোর দাবি জানিয়েছেন জেলা নেতৃবৃন্দ। সামনে এরকম পরিস্থিতি আরও হতে পারে বলে আশঙ্কা করে জেলা জাতীয় পার্টির সভাপতি সারওয়ার শাহীন বলেন আগমীতে আমাদের সতর্ক থাকতে হবে এবং এই সকল হামলা প্রতিহত করতে হবে আঘাত আসলে পাল্টা আঘাত দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন