সুইডেনে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় দোষীদের বিচারের দাবিতে সারাদেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায়ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি ) সকালে উপজেলার ইতনা চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানবন্ধনের আয়োজনে ছিল ইতনা ইউনিয়নের সর্বত্র জনগণ।
মাও আব্দুল হান্নান সাবের সভাপতিত্বে মুফতি হুসাইন আহম্মেদ সাহেবর সঞ্চালনায় অন্যের মধ্যে বক্তব্য দেন বক্তব্য দেন , মাওঃ নুরুল আলম(শিক্ষা পরিচালক, ডিক্রীরচর মাদ্রাসার শিক্ষপরিচালক), মুফতি মাসুদুর রহমান(কুমারডাঙ্গা মাদ্রাসা), মাওঃ আব্দুল আজিজ, মাওঃ বাবর আলী প্রমুখ।
বক্তারা বলেন, সুইডেনে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনার সঙ্গে জড়িতদের চিহিৃত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানায় ।
এসময় মানববন্ধনে মুসল্লিরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।