প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৫, ১২:০৪ এ.এম
জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাইবান্ধায় জাপা’র বিক্ষোভ মিছিল

শাহিন গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুর বাসভবনে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ এবং প্রাণ নাশের চেষ্টার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে সদর উপজেলা জাতীয়পার্টির আয়োজনে শাখার দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে মিলিত হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আব্দুর রশীদ সরকার, জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহীন, জেলা সহ সভাপতি শাহ্জাহান খান আবু, সদর উপজেলার সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম, মাহমুদুর রহমান মুকুল এসএম বাবলু সাকেক কাউন্সিলর রকিবুল হাসান সুমন,মতিউর রহমান রেজাউল করিম রেজা, মাসুদ মিয়া ফেরদৌস আহমেদ বাদশা মিয়া যুব সংহতির সাবেক সভাপতি জুলফিকার সরকার লেলিন,আনোয়ার হোসেন সভাপতি জাতীয় ছাত্র সমাজ জেলা শাখা, বক্তারা অবিলম্বে পার্টির চেয়ারম্যান বাসভবনে সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন