প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ১০:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৫, ৮:৪৩ পি.এম
দুই ছেলেসহ মায়ের রহস্যজনক মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ের একটি বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনেরই মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করছে পুলিশ । নিহতরা হলেন- ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), তার বড় ছেলে শামীম (১৮) ও ছোট ছেলে সোলাইমান (৭)। তবে তারা কি কারনে মারা যেতে পারে তার কোন উত্তর মেলেনি। সোমবার (২ জুন) বিকেল তিনটার দিকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয় হাবিবুর রহমান বলেন, সকাল থেকে মা নার্গিসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে মেয়ে। যোগাযোগ করতে না পারায় স্বামীর বাড়ি থেকে মায়ের খোঁজে বাবার বাড়ি চলে আসেন তিনি। বাড়িতে এসে ঘরে প্রবেশ করে দেখেন তার দুই ভাইসহ মায়ের মরদেহ বিছানায় পড়ে আছে। এঘটনায় তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মেয়েকে ঘর থেকে বের করে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শুরু করেন। তিনি আরও বলেন, নিহত নার্গিসের স্বামী রাজা মিয়া এক থেকে দেড় বছর আগে স্ট্রোক করে মারা যান। তাদের একটি ডেকোরেটরের ব্যবসা ছিল। অভাব অনাটনে সেই ব্যবসাও বিক্রি করে দেন নার্গিস। এর পর থেকে বড় ছেলে শামীম টুকটাক ডেকোরেশনের কাজ করতেন। রাজা মিয়ার মৃত্যুর পর তারা অনেক অভাবগ্রস্থ হয়ে পড়েন। তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন কিংবা বিষ খেয়ে আত্মহত্যা করেছে কিনা এমন কোন তথ্য পাওয়া যায় নাই। এমনকি ঘরের কোন মালামাল চুরিও হয় নি বলে আমরা জানতে পেরেছি। তাদের কোন শত্রু আছে কিনা সেটাও কেউ বলতে পারছে না।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। তাদের মৃত্যুর কারন এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন