প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৫, ৮:৪৯ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে আমের মৌসুমে যানজট নিরসন ও আমের সুষ্ঠু বাজারজাত নিশ্চিতকরণে সভা

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কানসাট হাটে আমের মৌসুমে সৃষ্ট যানজট নিরসন ও আমের সুষ্ঠু বাজারজাত নিশ্চিত করতে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে অবস্থিত আম আড়ৎদার সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা আম আড়ৎদার সমিতি।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। তিনি বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতির প্রাণ। দেশের অন্যান্য অঞ্চলে এই জেলার আমের সুনাম ছড়িয়ে পড়েছে। এ সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে হলে আমাদের সুষ্ঠু পরিবহন, বাজারজাত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। যানজট যেন কৃষক ও ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে আমরা সবসময় পাশে থাকব।
সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা আম আড়ৎদার সমিতির সভাপতি আলহাজ্ব মো. আবু তালেব। তিনি বলেন, আমাদের হাটে যানজট একটি দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা সমাধানে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একমাত্র পথ। আমরা ব্যবসায়ীরা চাই, এই হাটে কৃষকরা যেন নির্বিঘ্নে আম বিক্রি করতে পারে এবং ক্রেতারাও সহজে পণ্য পরিবহন করতে পারে। আজকের সভা এ সংকট নিরসনে ঐতিহাসিক উদ্যোগ হিসেবে কাজ করবে বলে আমরা আশাবাদী।সভায় আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ থানার তদন্ত ওসি শাকিল আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নয়ন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল হক হায়দারী (শহিদ মিঞা), কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেফাউল মূলক, মোবারকপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী (মাহমুদ মিঞা) এবং বাংলাদেশ ট্রাক ও কাভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন, কানসাট শাখার সভাপতি মো. সোহেল আহম্মেদ (ফিটু হাজী)সহ আমার আড়ৎদার সমিতির কাজ্যনির্বাহী কমিটির সদস্যরা ও আম চাষিরা উপস্থিত ছিলেন। সভায় আম পরিবহন, আড়তের সময়সূচি, আইনশৃঙ্খলা রক্ষা, ভেজালমুক্ত কারবার এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন প্রস্তাবনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় বক্তারা বলেন, প্রশাসন, কৃষি বিভাগ, পরিবহন শ্রমিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আমরা এ সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখব। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সভার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
সভা শেষে শিবগঞ্জ আম আড়ৎদার সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন