প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ৭:৩৯ পি.এম
নবাবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অলিউর রহমান মিরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৫ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) বেলা ১১:০০ ঘটিকায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিনি হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। " শিশু থেকে প্রবিন, পুষ্টিকর খাবার সর্বজনীন " এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত) ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক। এ সময় বক্তারা বলেন, একজন মানুষের শারীরিক সুস্থতা মূল উপায় শরীলে পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ করা। এ কারণে বর্তমান সময় মুখরোচক বা প্যাকেট জাতীয় খাবারের প্রতি নজর না দিয়ে অর্গানিক বা প্রাকৃতিক শর্করা, আমিষ, আয়োডিন ও ভিটামিন জাতীয় খাদ্যভাস গড়ে তোলার আহবান জানানো হয়। বক্তারা আরো বলেন সকলকে পুষ্টিকর খাদ্য ও খাদ্য উপাদান সম্পর্কে ধারণা নিতে হবে। বিশেষ করে শিশু বয়স থেকে একজন মানুষকে প্রকৃত পুষ্টিকর খাদ্যাভাস গড়ে তুলতে হবে যাতে শারীরিক দেহ গঠনের পাশাপাশি মানসিক বৃদ্ধি সুদৃঢ় হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোফাকখাইরুল মারুফ ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ স.মু আল আফ মুকসিত ও জান্নাতুল ফেরদৌস আলম সোহেল সহ অন্যান্যরা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন