প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৯:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৫, ৭:৪৬ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ’র পুশ-ইন: আটক ৮ বাংলাদেশি

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আটজন বাংলাদেশিকে পুশ-ইন করেছে। মঙ্গলবার (৩ জুন) ভোর সাড়ে ৪টার দিকে এ পুশ-ইনের ঘটনা ঘটে। পরে ৫৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যান।আটককৃতদের মধ্যে ৪ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছেন। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।
আটককৃতরা হলেন: ফায়েজ (২৮), আজিম সরকার (২৫), মিম খাতুন (১৯), রুস্তম আলী (৪৪), মোফাজ্জেল হোসেন (৩৫), রত্না আক্তার নুপুর (২২), নাদিরা খাতুন (৩৭), দুঃখী দাস (৫৫) ।তারা খুলনা, ঠাকুরগাঁও, রাজশাহী, নারায়ণগঞ্জ, বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, “আটককৃতরা ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং মুর্শিদাবাদ থানায় হেফাজতে রাখে। সেখান থেকে তাদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয় এবং মঙ্গলবার ভোরে তাদের চাঁনশিকারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করা হয়।”তিনি আরও জানান, আজ সকালে ১৯৯ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে হোসেনভিটা এলাকায় ঘোরাঘুরির সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি বলে স্বীকার করেছেন।”আটকদের বিষয়ে আরও যাচাই-বাছাই শেষে তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন