কাইয়ুম বাদশাহ উপজেলা প্রতিনিধি মধ্যনগর, সুনামগঞ্জ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক রানা পবিত্র ঈদুল পবিত্র আযহার উৎসব উপলক্ষে মধ্যনগর উপজেলা ও সমগ্র বাংলাদেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ত্যাগ, সংযম ও মানবতার অনন্য শিক্ষা।
এই পবিত্র দিনে আসুন, আমরা হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ধনী-গরিব নির্বিশেষে একে অপরের পাশে দাঁড়াই।
ভালোবাসা, সহনশীলতা ও দেশপ্রেমের ভিত্তিতে গড়ে তুলি একটি মানবিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশ।”ছাত্রদলের আদর্শিক অবস্থান তুলে ধরে মোঃ আমিনুল হক রানা আরও বলেন,ছাত্রদল একটি সংগ্রামী ও আদর্শিক আন্দোলনের নাম।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে
আমরা যেন দেশের মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখি।ঈদের আনন্দে আমরা যেন আমাদের দায়িত্ব ও আদর্শ ভুলে না যাই।”
পরিশেষে তিনি মধ্যনগর উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে বলেন,ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে। ঈদ মোবারক!”