প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৯:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১২, ২০২৫, ১০:২৮ পি.এম
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের অভিযানে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার,

নাদিম হোসেন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট কাঁচাবাজার এলাকা থেকে ৫৩ গ্রাম হেরোইনসহ নারীসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টার দিকে র্যাব-৫, রাজশাহীর একটি বিশেষ দল (সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কানসাট এলাকার মোছা. ছবি বেগম (৫৫) ও মো. রনি (৪২)। ছবি বেগমের স্বামী মো. রবিউল ইসলাম ওরফে রবু, এবং রনির পিতা-মাতা দুজনেই মৃত।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কানসাট এলাকায় মাদকের একটি চালান সরবরাহ করা হবে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা পরিকল্পিতভাবে নজরদারি জোরদার করে। এরপর কানসাট কাঁচাবাজার সংলগ্ন মোছা. ছবি বেগমের টিনের ঘরে অভিযান চালানো হয়। সেখান থেকেই ৫৩ গ্রাম হেরোইনসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়।গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন