প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৫, ৮:২৬ পি.এম
বিরামপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বিএসএফের পুশ ইন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। (শুক্রবার, ১৩ জুন) রাত আড়াইটার দিকে উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্তের ২৮৫ মেইন পিলার এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়।এদের মধ্যে ৯ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এবি এম জাহিদুল করিম।অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করে।
পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে ১৫ জন ব্যক্তিকে আসতে দেখেন তারা।এ সময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। এদের মধ্যে ৩জন পুরুষ, ৩ জন নারী এবং ৯ শিশু রয়েছেন।সীমান্ত পিলার ২৯৫/১ এস হতে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অচিন্তপুর নামক স্থানে নিম্নবর্ণিত ১৫ জন ১। মোঃ আকাশ মোল্লা (৬০) পিতা- মৃত্যু- উমর মোল্লা, ২। মোছাঃ হিরিনা বেগম (৫২) স্বামী মোঃ আকাশ মোল্লা, ৩। মোঃ হাসু মোল্লা (৩৪) পিতা- মোঃ আকাশ মোল্লা, ৪। মোঃ বিল্লাল মোল্লা (১৬) পিতাঃ হাসু মোল্লা, ৫। মোহাম্মদ মোল্লা (১২) পিতাঃ মোঃ হাসু মোল্লা, ৬। আহমেদ মোল্লা (০৮) পিতাঃ মোঃ হাসু মোল্লা, ৭। মোছাঃ রাবেয়া মোল্লা (০৪) পিতাঃ হাসু মোল্লা ৮। মোঃ মনির মোল্লা (৩০) পিতাঃ মোঃ আকাশ মোল্লা ৯। মোছাঃ ঝরনা খাতুন (২৮) স্বামী মোঃ মনির মোল্লা, ১০। মোছাঃ সুমাইয়া খাতুন (১১) পিতাঃ মোঃ মনির মোল্লা ১১। মোঃ আলমিন মোল্লা (০৮) পিতাঃ মোঃ মনির মোল্লা ১২। মোছাঃ সুমাইয়া খাতুন (০৬) পিতাঃ মোঃ মনির মোল্লা, ১৩। মোছাঃ খাদিজা খাতুন (০৪) পিতাঃ মোঃ মনির মোল্লা ১৪। মোঃ ইব্রাহিম মোল্লা (০২) পিতাঃ মোঃ মনির মোল্লা ১৫। মোছাঃ তাজমা বেগম (৪০) স্বামী মৃত্যু- হাফিজুল মোল্লা উভয়ের ঠিকানা গ্রাম- শীতল পাটি, পোস্ট- পেরলী, থানা- কালিয়া, জেলা- নড়াইল নাগরিককে এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি টহলদল কর্তৃক তাদেরকে আটক করে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন