
ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের সোহেল মিয়ার মেয়ে নিহা আক্তার ইকরা (০৮) নামের এক শিশু বাড়ির সামনে জালধরা হাওরে সকালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।এ সময় তার আত্মীয় স্বজনরা তাকে খোজাখুজি করে হাওরের পানি থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরিক্ষা করে দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা শিশুটির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।