প্রীতম সরকার, কলমাকান্দা উপজেলা প্রতিনিধি নেত্রকোনা:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাচারের সময় একটি তক্ষকসহ ৯ জনকে আটক করেছে থানা পুলিশ।বিশেষ অভিযান পরিচালনা করে কলমাকান্দার চিনা হালা এলাকা হতে তাদের গ্রেপ্তার করে কলমাকান্দা থানার চৌকস টিম। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।কলমাকান্দা থানার ইন্সপেক্টর তদন্ত লুৎফর রহমান জানান চোরাচালান কারবারিরা নরসিংদী ও মানিকগঞ্জের বাসিন্দা। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।