কাইয়ুম বাদশাহ
মধ্যনগর প্রতিনিধি (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার শাইলানী গ্রামের গজতলা খাল এলাকা থেকে চারটি স্টিল বডি নৌকায় অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনকালে সাতজন নৌশ্রমিককে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। এসময় প্রায় ১৫০০ ফুট বালু জব্দ করা হয়।
শনিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জনাব মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃ আসাদুল ইসলামের নেতৃত্বে এসআই আলমগীর হোসেন, এসআই বিকাশ সরকার ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।
প্রাপ্ত তথ্যমতে, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ডাইয়া বাজার এলাকা থেকে সরকারি অনুমোদন ও ইজারা ব্যতিরেকে বালু উত্তোলন করে গোপনে মধ্যনগরে এনে খালে রাখছিল অভিযুক্তরা। সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে এ ধরণের অবৈধ কার্যক্রম চলছিল বলে স্থানীয়দের অভিযোগ।আটককৃত ব্যক্তিরা হলেন—. মোঃ আব্দুল হক (৩০), পিতা: সুরুজ আলী, গ্রাম: মনতলামোঃ* চাঁন মিয়া (৪৭), পিতা: নুরুল হক, গ্রাম: কালিহালা *মোঃ মানিক মিয়া (৩৮), পিতা: হাফিজ উদ্দিন, গ্রাম: বিশনাপুর*মোঃ খসরুল আলম (৩২), পিতা: মৃত আব্দুল জলিল, গ্রাম: তিওর জালাল* মোঃ সেকুল মিয়া (৩৫), পিতা: আঃ মোতালিব, গ্রাম: নল্লাপাড়া. *মোঃ মুক্তার মিয়া (২৫), পিতা: মমিন মিয়া, গ্রাম: ডায়েরকান্দা*মোঃ রফিকুল মিয়া (২৬), পিতা: আঃ বাছির, গ্রাম: ডায়েরকান্দা, অভিযানের পর রাত ১টার দিকে এসআই মোঃ আসাদুল ইসলাম বাদী হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (ধারা ১৫(১)) অনুসারে একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে আটককৃতদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।স্থানীয় সচেতন মহল থানা পুলিশের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি, অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ লোপাটকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানান এলাকাবাসী।