প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১২:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৫, ৮:০০ পি.এম
মানবিকতার জয়: সংবাদ প্রকাশের পর আনারুল পেলেন ৮০ হাজার টাকা, স্বপ্ন এখন নিজের ভ্যান কেনার

মাইনুল মিঠাপুকুর প্রতিনিধি:
মানবিক সহায়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন Dhaka Post-এর রংপুর বিভাগীয় প্রধান সাংবাদিক জনাব মো. ফরহাদুজ্জামান ফারুক। তার প্রকাশিত এক সংবাদের পরিপ্রেক্ষিতে অবশেষে হাসি ফিরলো আনারুলের মুখে।একসময় চুরি হয়ে যাওয়া ভ্যানে করে জীবিকা চালাতেন আনারুল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায়, ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি। তবে সাংবাদিকতার কলম আবারও প্রমাণ করলো—সত্য, মানবতা আর দায়িত্ববোধ একত্রিত হলে পরিবর্তন সম্ভব।সংবাদটি প্রকাশের পর বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে আসেন। তাদের সহায়তায় আজ আনারুলের হাতে তুলে দেওয়া হয় ৮০,০০০ টাকা, যা দিয়ে তিনি একটি নতুন ভ্যান কিনবেন। এই সহায়তা শুধু একটি যানবাহন নয়, বরং তার ও তার পরিবারের নতুন জীবনের সূচনা।আনারুল কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,"আমি কখনো ভাবিনি এভাবে মানুষ পাশে দাঁড়াবে। ফরহাদুজ্জামান ফারুক ভাইয়ের প্রতি আমার চিরকৃতজ্ঞতা। এই টাকা দিয়ে ভ্যান কিনে আবার রোজগার শুরু করব। আমার পরিবার আবার স্বপ্ন দেখতে পারবে।"এই ঘটনা আবারও প্রমাণ করে দিল—সাংবাদিকতা শুধু খবরের গল্প নয়, এটি মানুষের জীবনে পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন