প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৫, ৮:০৩ পি.এম
বাহুবলে বিএনপির অফিসে আওয়ামী লীগের হামলা-ভাংচুর

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।
হবিগঞ্জের বাহুবলে ৭ নং ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির নতুন বাজার অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের
নেতাকর্মীরা। এতে যুবদল নেতা রাসেল মিয়া সহ ৫ জন আহত হয়েছেন। ১৬ জুন রাত সাড়ে ৮টার দিকে সংগঠিত এ হামলার ঘটনায় এলাকায়
উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, ঘটনা জানতে পেরে কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ
এসআই এখলাছুর রহমান ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন