মোঃ কাইয়ুম বাদশাহ মধ্যনগর প্রতিনিধি:
আজ সোমবার (১৭ জুন ২০২৫) মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় উপজেলার মহিষখলা বাজারসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট এবং সরকারি খাস জমি সরেজমিন পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং চলাচলের সমস্যা ও উন্নয়ন সংক্রান্ত নানা অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন। তিনি জানান, এসব সমস্যা সমাধানে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ইউএনও উজ্জ্বল রায় আরও বলেন,“যেহেতু এই এলাকা পাহাড়ি ও উঁচু-নিচু প্রকৃতির, তাই খাস জমিতে পরিকল্পিতভাবে গাছ লাগানো হলে তা পরিবেশের জন্য যেমন উপকারী হবে, তেমনি সৌন্দর্যও বাড়াবে। সবসময় সবুজ থাকবে, দেখতে ভালো লাগবে।”তিনি আরও বলেন,“সরকারি খাস জমিগুলোকে কাজে লাগিয়ে পরিবেশ রক্ষা, ভূমি সংরক্ষণ এবং সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জনগণের চলাচলের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর উন্নয়ন কাজ দ্রুত শুরু করা হবে।”উল্লেখ্য, ইউএনও উজ্জ্বল রায় একজন জনগণের কাছে নিবেদিতপ্রাণ, কর্মঠ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা, যিনি সবসময় মাঠপর্যায়ে উপস্থিত থেকে বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করে যাচ্ছেন।