প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ৪:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৫, ৮:৪৪ পি.এম
আশুলিয়ায় তাঁতীদলের সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সাভার প্রতিনিধিঃ
আশুলিয়ায় ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: জাকির হোসেন মুন্সীর উপর সন্ত্রাসী হামলা এবং একটি জাতীয় দৈনিকে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে বিএনপি। সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৫টায় ধামসোনা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ডা: আসাদউল্লাহ আহমেদ দুলাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি এবং দারুল ইহসান ট্রাস্টের এসেট ম্যানেজার কাম রেন্ট কালেক্টর পদে মো: জাকির হোসেন মুন্সী নিয়োগপ্রাপ্ত হয়ে তার দায়িত্ব পালন করতে থাকে। গেল ২১ জুন শনিবার দুপুর ১টার দিকে আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত দারুল ইহসান ট্রাস্টের মালিকানাধীন কাপড়ের মার্কেটের ব্যবসায়ীদের সাথে কথা বলা শেষ করে অফিসে ঢুকতেই হামলার শিকার হন তিনি। পূর্বপরিকল্পিতভাবে ট্রাস্টের জমি অবৈধভাবে দখলকারী কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন জাকির হোসেন এবং আশুলিয়া থানা তাঁতীদলের সাধারন সম্পাদক ইব্রাহিম সুমন। এসময় অফিসেও হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে ট্রাস্টের লোকজন তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এ ঘটনায় ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেন।
এদিকে, একটি জাতীয় দৈনিকের অনলাইন ভার্সনে "চাঁদাবাজির সময় তাঁতীদল নেতাকে গণপিটুনি" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করা হয় সাংবাদিক সম্মেলনে। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, আহত ঢাকা জেলা তাঁতীদলের সভাপতি মো: কাজির হোসেন, আশুলিয়া থানার সাধারন সম্পাদক ইব্রাহিম সুমন, ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, বিনপির নেতা হাজি মুহাম্মদ সুমন মিয়া, আশুলিয়া থানা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম সহ সাভার ও আশুলিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মি
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন