🖋 অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশে ছেড়ে যাওয়া শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে।জানা যায়, সোমবার (২৩ জুন) রাত ১০টার দিকে ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসা বাসটি খাগড়াছড়ি অভিমুখে যাত্রা করে। কিন্তু মঙ্গলবার (২৪ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে, আঁকাবাঁকা পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে যায়।স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বাসটি সড়কপথ থেকে প্রায় ৪০-৫০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনার শব্দে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত না হলেও দুর্ঘটনার ভয়াবহতা দেখে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পাহাড়ি এই দুর্গম পথে যোগাযোগ ব্যবস্থা সীমিত থাকায় উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ডিবিপি / কাইয়ুম বাদশাহ /