প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৮, ২০২৫, ৯:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৫, ৭:২৯ পি.এম
নওগাঁয় মাদ্রাসা ভবন নির্মাণের সামগ্রী নিয়ে উধাও শ্রমিকেরা

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মান্দা উপজেলার নিমবাড়িয়া দাখিল মাদ্রাসায় ভবন নির্মাণ কাজের গুরুত্বপূর্ণ সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছেন নির্মাণ শ্রমিকেরা। চারতলা ফাউন্ডেশন বিশিষ্ট একতলা ভবনের এই প্রকল্প বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।
স্থানীয়রা জানান, ভবনের ব্যাচ ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় রড ও সিমেন্ট মাদ্রাসার পুরোনো একটি কক্ষে মজুত রাখা হয়েছিল। শুক্রবার দিবাগতরাতে সেগুলোর একটি বড় অংশ এবং একটি মিক্সচার মেশিন নিয়ে নিরুদ্দেশ হয়ে যান শ্রমিকেরা ঠিকাদারের ম্যানেজার আমজাদ হোসেন বলেন, রাতের খাবার শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। রাত ১২টার দিকে ঘুম ভেঙে দেখি শ্রমিকেরা নেই। বিষয়টি সঙ্গে সঙ্গে ঠিকাদার ওয়ালিউল হককে জানাই। পরে দেখি ৫০ বস্তা সিমেন্ট, বেশ কিছু রড আর একটি মিক্সচার মেশিন নেই। শ্রমিকদের নেতৃত্বে থাকা শফিকুল ইসলাম জেলার পোরশা উপজেলার নিতপুর এলাকার বাসিন্দা। তিনি সাতজন শ্রমিক নিয়ে সেখানে কাজ করছিলেন। আয়াপুর দাখিল মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ বলেন, রাতেই ঠিকাদার মোবাইলফোনে আমাকে বিষয়টি অবহিত করে। এরপর মাদ্রাসায় গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি।ঠিকাদার ওয়ালিউল হক বলেন, এই শ্রমিকেরা দীর্ঘদিন ধরে আমার প্রতিষ্ঠানে কাজ করছে। গত বৃহস্পতিবার তাদের পাওনা টাকা পরিশোধ করি। তখন শ্রমিক সর্দার শফিকুল প্রয়োজনের কথা বলে অতিরিক্ত কিছু টাকাও নেয়। কেন তারা এমন করল, বুঝতে পারছি না। আমি মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।অভিযোগের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন