প্রীতম সরকার কলমাকান্দা উপজেলা প্রতিনিধি:
আজ শনিবার, ৫ জুলাই, দুপুর ১২টার দিকে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা সদরের কলমাকান্দা সেতুর পাশে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে তিনি কোনো কথা বলতে পারছেন না এবং এখনও চেতনা ফেরেনি।তার সঙ্গে ছিল দুটি ব্যাগ – একটি ব্যাগে কিছু কাপড়, এবং অন্যটিতে আম পাওয়া গেছে।যদি কেউ এই ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার কোনো স্বজন হয়ে থাকেন, অনুগ্রহ করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা কলমাকান্দা থানায় যোগাযোগ করুন।