সৈয়দ সময় , নেত্রকোনা :
নেত্রকোণা'র আটপাড়া উপজেলায় জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪৯০/- টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়। জুয়ারিরা প্রায়ই জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চালিয়ে আসছে । এতে করে যুব সমাজ সহ এলাকার পরিবেশ নষ্ট করছে । এলাকাবাসী জুয়া ও মাদকের ছোবল থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ।রবিবার (৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার দূওজ ইউনিয়নের যোগীরনগুয়া গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় এস আই মামুন এর নেতৃত্বে তাদের আটক করা হয়। পরে ৭ জুলাই দুপুর ১টায় তাদের আদালতে পাঠানো হয়।আটক ব্যক্তিরা হলেন, উপজেলার মহেশ্বরখিলার জহির উদ্দিনের ছেলে জজ মিয়া (৪০), মৃত মোস্তফা কামাল এর ছেলে সাফায়েত হোসেন (২৮) যোগীরনগুয়ার মৃত.আঃ মজিদের ছেলে কাশেম (৫০), আটাশিয়া গ্রামের মৃত.আশরাফ উদ্দিনের ছেলে হায়দার মিয়া(৪৮),মৃত. চান্দু মিয়ার ছেলে অলি (৪০)।আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।