প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১০:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১০:০৪ পি.এম
গাইবান্ধায় দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত

শাহিন মিয়া গাইবান্ধা প্রতিনিধি :
সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন"এই শ্লোগানের ভিত্তিতে গাইবান্ধায় দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে মেলাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। এ উপলক্ষে আজ বুধবার সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্বাধীনতা প্রাঙ্গনে এসে শেষ হয়।পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ,পুলিশ সুপার নিশাত এঞ্জেলা,স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক কে,এম,হেদায়েতুল ইসলামসহ অন্যরা।বক্তারা বলেন,দেশের সর্বস্তরের মানুষকে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে।পেনশন স্কিমের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই আয়োজন। এছাড়াও সরকারী- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহনে জেলা শিল্পকলা একাডেমিতে কর্মশালা ও শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন