সৈয়দ সময় ,নেত্রকোনা:
মঙ্গলবার (০৮ জুলাই ) নেত্রকোণা জেলা কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।
পরিদর্শনকালে তিনি কারাগারে আটক বন্দীদের খোঁজখবর নেন এবং তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান। একই সঙ্গে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা, আবাসন ও স্বাস্থ্য-সেবা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় নেত্রকোণা জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান উপস্থিত ছিলেন।
প্রশাসনের এ ধরনের উদ্যোগে বন্দীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি এবং কারাগারের ব্যবস্থাপনাকে আরও উন্নত ও সচল করার প্রতিফলন ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।