প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ১১:৩৭ পি.এম
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
মাগুরায় দ্রুতগামী পরিবহনের সাথে একটি ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকল ১১ টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের আলমখালী এলাকায় গোপালপুর অভিমুখী যাত্রীবাহী ভ্যানটিকে সামনে থেকে আঘাত করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় মাগুরামুখী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় ঘটনাস্থলেই ভ্যানচালক সাগরের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন মাগুরার সদর উপজেলার গৌরীচরণপুর গ্রামের আওয়াল হোসেনের ছেলে সাগর (৪৭) এবং দোড়ামথনা গ্রামের চুন্নু মিয়ার স্ত্রী রেশমা খাতুন (৩৫)। দূর্ঘটনায় আহত অপর ৩ ভ্যানযাত্রীকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রেশমা খাতুনের মৃত্যু হয়।
এ ঘটনায় মাগুরা রামনগর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাহবুবর রহমান জানান, দূর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রক্রিয়া চলোমান।
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ দেশ বাংলা প্রতিদিন