সাদেক মিয়া , সদর- নেত্রকোনা উপজেলা প্রতিনিধি :
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ (বিসিডিএস)নেত্রকোণা জেলা শাখার বিশেষ সাধারণ সভা শুক্রবার(১২ জুলাই)নেত্রকোণা পৌর শহরের সাতপাই কেডিসি রোডে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।বিসিডিএস,নেত্রকোণা জেলা শাখার কার্যকরী কমিটির সভাপতি আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি সনজিৎ কুমার সাহা রায় রিন্টু'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সমিতির সাবেক সভাপতি অজিত কুমার সাহা রায়।এছাড়া বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মোকশেদুল মুর্শেদ,সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দীন,সদস্য মোঃকাইয়ুম খান (উত্থান)।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিডিএস,নেত্রকোণা জেলা শাখার কার্যকরী কমিটির সদস্য মোঃআজাদ রহমান,আলোক সরকার,দ্বীন মোহাম্মদ হাবিব খান,মোঃমোজাম্মেল হক(সবুজ),এমদাদুল হক,বিপ্লব কুমার তরফদার,সুজন রায়, প্রণব রায় রাজু সহ নেত্রকোণার প্রায় শতাধিক ঔষধ ব্যবসায়ীবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা এমআরপি বাস্তবায়ন,মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন ঔষধ কোম্পানি কর্তৃক ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা,ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।