কাইয়ুম বাদশাহ মধ্যনগর (সুনামগঞ্জ) :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা বাজারে আজ বিকেল ৪টায় ছাত্রদলের শতাধিক নেতা-কর্মী ও সমর্থক জটিকা মিছিল করেন। বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে ছড়ানো মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।মিছিলে উত্তেজনাপূর্ণ স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল— “জিয়ার সৈনিক এক হও! অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন!, চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন! এবং ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন! সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে, যা ছাত্র সমাজ মেনে নেবে না। অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল সব সময় শক্ত অবস্থান নেবে বলে তারা জানান।
বক্তব্য রাখেন মোঃ আশিক মিয়া (সদস্য, মধ্যনগর উপজেলা ছাত্রদল), মোঃ হাসান শিকদার (সাধারণ সম্পাদক, ইউনিয়ন ছাত্রদল), মোঃ সাকিবুল হাসান (আলম) (শিক্ষা ও সাহিত্য বিষয়ক সাধারণ সম্পাদক, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রদল), ডাঃ মোঃ মোস্তাকিম ও মোঃ মনোয়ার হোসেন (সম্মানিত সদস্য, ইউনিয়ন ছাত্রদল), মোঃ কামাল হোসেন (ক্রীড়া সম্পাদক, ইউনিয়ন ছাত্রদল), এবং হারুনুর রশিদ শান্ত ও আলাল উদ্দিন (ইউনিয়ন ছাত্রদল)।
এসময় আরও অনেকে উপস্থিত ছিলেন। নেতারা বলেন, ছাত্রদলকে নিয়ে মিথ্যা প্রচারণার জবাব মাঠেই দেওয়া হবে, এবং গণতন্ত্র রক্ষায় তারা ঐক্যবদ্ধ থাকবেন।