দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্যেকু দিয়ে করব স্থানের মাটি খনন করতে যেয়ে ফারসি জাতীয় লেখা কালো রং এর পাথর উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার সিংড়া ইউপির কুচার পাড়া থেকে কষ্টিপাথর সাদৃশ্য বস্তুটি উদ্ধার হয়।
মফিজল মেম্বারের বরাত দিয়ে জানাযায়,স্থানীয় একটি কবরস্থানে ভ্যেকু দিয়ে সংস্কার কাজ করতে যেয়ে কালো রংএর একটি পাথর দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।পরে থানা পুলিশ এসে পাথর টি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান,বহু বছর আগে এখানে জমিদারদের বসবাস ছিল।ধারণা করা হচ্ছে এটি কোন জমিদারের কবরের শিলালিপি।
পুলিশ জানায়,সংশ্লিষ্ট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মফিজল মেম্বারের ফোন পেয়ে ঘটনাস্থল থেকে পাথরটি উদ্ধার করা হয়।এটির দৈঘ্য ২৫ ইঞ্চি,প্রস্থ সাড়ে ১৬ ইঞ্চি,পুরু আড়াই ইঞ্চি এবং ওজন ৪৬ কেজি।
ঘোড়াঘাট থানার ওসি তদন্ত জয়ন্ত কুমার সাহা জানান,আমরা সাধারণ ডায়েরি (জিডি) করে পাথরটি নিজেদের হেফাজতে নিয়েছি।পাথরটি কত মূল্যবান বা কত আগের এ মুহূর্তে সে বিষয়ে আমরা নিশ্চিত নই। আইনি প্রক্রিয়া শেষে তা জানা যাবে।