হৃদয় হাসান ইকবাল মাদারগঞ্জ( জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দীতে চাঞ্চল্যকর মাসুদ প্রামাণিক (২৩) হত্যা মামলায় একই ঘটনায় আহত চাচা রুবেল প্রামাণিকের বড় ভাই সৌদি প্রবাসী ফরিদ প্রামাণিক ( ৩৮) কে গ্রেপ্তার করেছে মডেল থানা - পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চাঞ্চল্যকর এই হত্যা মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও মাদারগঞ্জ মডেল থানার উপ - পরিদর্শক হাসিব আল মাহফুজ এর নেতৃত্বে কোয়ালীকান্দি তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। একই সাথে মামলাটির তদন্তদের স্বার্থে গ্রেপ্তারকৃত ফরিদ প্রামাণিকের ১০ দিনের রিমান্ডের আবেদন করা করেছেন মামলার তদন্ত কর্মকর্তা হাসিব আল মাহফুজ। হাসিব আল মাহফুজ বলেন,যেদিন রাতে হত্যাকাণ্ডটি ঘটে সেদিন সন্ধায় আহত রুবেল প্রামাণিকের বড় ভাই সৌদি প্রবাসী ফরিদ প্রামাণিক বাড়িতে আসেন। ঘটনার পর ফরিদ প্রামাণিকের গতিবিধি আমাদের কাছে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার কথা বার্তায় অসংলগ্নতা পাওয়া যায়। বিষয়টি আমাদের কাছে আরো সন্দেহ বাড়িয়ে দেয়। তাই প্রকৃত ঘটনা উদঘাটনের স্বার্থে আমরা তাকে গ্রেপ্তার করি। এরপর আদালতে পাঠিয়ে মামলার তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে ফরিদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেছি। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আশা করি হত্যাকাণ্ডের কারণ বেড়িয়ে আসবে। উল্লেখ্য গত ১২ জুলাই শনিবার রাতে প্রতিবেশী চাচার ঘরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন মাসুদ প্রামাণিক। সে ওই এলাকার সম্রাট ওরফে সভা প্রামাণিকের ছেলে। এ ঘটনায় মাসুদ প্রামাণিকের প্রতিবেশী চাচা রুবেল প্রামাণিককেও শ্বাসনালী কেটে হত্যাচেষ্টা করা হয়। পরদিন রোববার ( ১৩ জুলাই) দুপুরে দরজা ভেঙে কলেজ মাসুদের লাশ উদ্ধারের পাশাপাশি ও গুরুতর আহত অবস্থায় তার চাচা রুবেল প্রামাণিককে উদ্ধার করে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নেয় স্বজনরা। বর্তমানে চাচা রুবেল প্রামাণিক কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। এঘটনায় রোববার রাতেই মাসুদ প্রামানিকের বাবা সম্রাট ওরফে সভা প্রামাণিক বাদী হয়ে মাদারগঞ্জ অজ্ঞাতদের আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই ঘটনায় সারা উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।