হৃদয় হাসান মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চলমান সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম।অনুষ্ঠানটি আয়োজন করে ৪নং বালিজুড়ী ইউনিয়ন বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা এবং উদ্বোধন ঘোষণা করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা জিল্লুর রহমান জনি এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল।তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দলে তরুণ নেতৃত্ব গড়ার লক্ষ্যে এই সদস্য সংগ্রহ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পরবর্তী পর্যায়ে বক্তব্য দেন মাদারগঞ্জ ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা খাইরুল ইসলাম,মাদারগঞ্জ কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল রাজ্জাক খান, ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক লান্জু , সেচ্ছাসেবক দল নেতা গোলাম রব্বানী, চান মিয়া, যুবদল নেতা খোকন চৌধুরী, সোহেল রানা, রফিকুল ইসলাম, সুজন, রঞ্জিত সহ আরো অনেকেই।বক্তারা বলেন, বর্তমান সরকারের অধীনে জনগণের কোনো অধিকার নেই। এই একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিএনপির আন্দোলনকে বেগবান করতে তৃণমূলে সংগঠনকে সুসংহত করা অপরিহার্য।
এই সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে দলে নতুন প্রাণ সঞ্চার হবে এবং আন্দোলনে নতুন গতি আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত নেতাকর্মীরা নতুন সদস্য ফর্ম গ্রহণ করেন ।অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও সংগঠনের ভবিষ্যতের প্রতি আশাব্যঞ্জক।