অনলাইন ডেস্ক:
ময়মনসিংহের ভালুকায় বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মিছিলটি নতুন বাসস্ট্যান্ড অতিক্রম করে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি এক বিশাল রাজনৈতিক সমাবেশে রূপ নেয়।প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম।উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ, হাতেম খান, শহীদুল ইসলাম শহীদ, মজিবুর রহমান মজু, আবুল কালাম আজাদ, গোলাপী আক্তার, শারমিন আক্তার দীনা সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ষড়যন্ত্র-নির্ভর রাজনীতি বরদাশত করা হবে না। বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।
ডিবিপি:কাইয়ুম বাদশাহ