অনলাইন ডেস্ক :
গোপালগঞ্জের হরিদাসপুরে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে এক তরুণের মৃত্যুকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত যুবকের নাম ইমন তালুকদার (বয়স আনুমানিক ১৮/১৯), পিতা আজাদ তালুকদার। তিনি স্থানীয়ভাবে ভ্যারার বাজারে একটি হাড়ি-পাতিলের দোকানে কাজ করতেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সাংবাদিকদের ভাষ্যমতে, বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে ইমনকে ছাত্রলীগ কর্মী সন্দেহে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে। তারা অভিযোগ করেন, ইমনকে আটকের পর প্রকাশ্যে বুকে, মুখে ও গলায় বুট দিয়ে আঘাত করা হয় এবং পরে টেনে হিঁচড়ে রাস্তার পাশে নিয়ে যাওয়া হয়।সন্ধ্যার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালে তার মরদেহ পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মরদেহে মারধরের চিহ্ন ও উরুতে গুলির দাগ ছিল। তবে হাসপাতাল ও প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।মানবাধিকার সংগঠনগুলো নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে~
ডিবিপি :কাইয়ুম বাদশাহ।